ভালোবাসা এক দুর্বোধ্য অভিধান
- এমদাদ েহাসেন
ভালোবাসা—সেই আমি বুঝি না,
ভালোবাসা মানে আমার কাছে এক দুর্বোধ্য শব্দ;
লহিত রক্তের ক্ষণিকা ধারা,
সমুদ্রের বোবা চিৎকার।
ভালোবাসা আমার কাছে—
মহাকাশবিদ্যার অজানা সূত্র,
মিসাইল বহনকারী রকেটের গতি,
আর ব্ল্যাক হোল—যেখানে আলোও হারিয়ে যায়,
তথ্যের মতো গভীর ও অনির্ধারিত।
ভালোবাসা যেন পিরামিডের রহস্য,
ত্রিভুজ তিনটি তারার মতো—
একটি জ্যামিতিক প্যাটার্ন,
যার সমাধান নেই,
শুধু প্রশ্ন আছে, নিঃশব্দ বিস্ময়।
ভালোবাসা আমার কাছে
আটলান্টিকের বুকে বারমুডা ট্রায়াঙ্গেল—
তার অদৃশ্য টান, তার গোপন পৃথিবী,
যেখানে সময় থেমে যায়,
আর জীবন...
হয়ে ওঠে এক অবিনশ্বরতা।
০৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।